ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

১২০ রানের বড় জয়ে সিরিজ নিজেদের করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, জুন ১১, ২০২২
১২০ রানের বড় জয়ে সিরিজ নিজেদের করল পাকিস্তান

সংগ্রহটা লড়াই করার মতোই ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের সামনে তো কোনো কিছুরই নিশ্চয়তা নেই।

শুরুটাও তারা করেছিল তেমন। যদিও পরে বোলারদের নৈপুন্যে সহজ এক জয় পেয়েছে পাকিস্তান।

মুলতানে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারিয়েছে তারা। প্রথম ম্যাচ জেতায় সিরিজটিও নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।  

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২৭৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। দলটির পক্ষে সর্বোচ্চ ৯৩ বলে ৭২ রান আসে বাবর আজমের ব্যাট থেকে। এছাড়া ৭২ বলে ৭২ রান করে রান আউট হন ইমাম উল হক।

উইন্ডিজদের পক্ষে ১০ ওভারে ৫২ রান দিয়ে তিন উইকেট নেন আকিল হোসেন। এছাড়া দুই উইকেট করে নেন অ্যান্ডারসন ফিলিপ ও আলজেরি জোসফ।

ব্যাট হাতে জবাব দিতে নেমে শুরুটা মন্দ হয়নি ওয়েস্ট ইন্ডিজেরও। ৭১ রান তুলতে কেবল দুই উইকেট হারায় তারা। কিন্তু এরপরই ছন্দ হারায়। ১৫৫ রানেই অলআউট হয় ইনিংসের ৩৩তম ওভারে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন শামরাহ ব্রুকস। পাকিস্তানের পক্ষে ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ নেওয়াজ।  

বাংলাদেশ সময় : ১২৫৫, জুন ১১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।