ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুন ১১, ২০২২
অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে দল ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। দলে ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে ও ডানহাতি পেসার প্রমোদ মাদুশান।

ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকশে, নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, লাহিরু মাদুশঙ্কা ও আসিথা ফার্নান্দো। দল থেকে বাদ পড়েছেন নুয়ান প্রদীপ, চামিকা গুনাসেকারা, শিরান ফার্নান্দো, উইকেটরক্ষক-ব্যাটার মিনোদ ভানুকা ও কামিন্দু মেন্ডিস।

সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৪ জুন, পাল্লেকেলেতে। পরবর্তী চার ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬, ১৯, ২১ ও ২৪ জুন।

একনজরে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দিনেশ চান্দিমাল, ভানুকা রাজাপাকশে, নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারাত্নে, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো, নুয়ান থুসারা, রমেশ মেন্ডিস, মহেশ থিকসানা, প্রবীন জয়াবিক্রম, জেফ্রি ভেন্ডারসাই, লাহিরু মাদুশঙ্কা, দুনিথ ওয়েলালাগে ও প্রমোদ মাদুশান।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুন ১১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।