ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সম্প্রচার নিয়ে জটিলতা! 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জুন ১১, ২০২২
বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সম্প্রচার নিয়ে জটিলতা! 

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছে বাংলাদেশ দল। এর মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচও।

আগামী ১৬ জুন অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। তবে এখনও এই সিরিজ নিয়ে সম্প্রচার জটিলতা কাটেনি।  

আদৌ বাংলাদেশে বসে ওয়েস্ট ইন্ডিজ সফরের কোনো ম্যাচ দেখা যাবে কি না এ নিশ্চয়তাও নেই।  

ওয়েস্ট ইন্ডিজে এটি করছে তৃতীয় পক্ষ টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের (টিএসএম) মাধ্যমে। এই টিসিএম থেকে এখন পর্যন্ত দেশি কোনো টিভি চ্যানেল সম্প্রচার স্বত্ব কেনেনি।

এক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডকে অনুরোধ করা ছাড়া বিসিবিরও কিছু করার নেই বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি বলেছেন, ‘আসলে আমরা যখন কোনো সিরিজ খেলতে দেশের বাইরে যাই, তখন সেটা পুরোটা নির্ভর করে সেই দেশের বোর্ড ও তাদের ব্রডকাস্টারদের উপর। এখানে বিসিবির কোনো হাত থাকে না। আমরা কেবল অনুরোধ করতে পারি সংশ্লিষ্ট বোর্ডকে যেন আমাদের দেশে সম্প্রচার করতে পারে। এ ছাড়া আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু করার থাকে না। ’

যদিও তানভীরের আশা দেশি কোনো চ্যানেলে দেখা যাবে ম্যাচগুলো, ‘তবে আমি আশা করছি আমাদের যেসব চ্যানেল আছে, খেলা সম্প্রচারের সাথে জড়িত তারা কোনো উপায় বের করে আমাদের জনগণের জন্য একটা ব্যবস্থা করবে। ’

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুন ১১, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।