ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইমামের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জুন ১৩, ২০২২
ইমামের অনন্য কীর্তি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে সব কথা হচ্ছিলো পাকিস্তানের বাবর আজমকে নিয়ে। প্রথম ম্যাচে সেঞ্চুরির মাধ্যমে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সেঞ্চুরির হ্যাটট্রিক করেন পাকিস্তানি অধিনায়ক।

পরের ম্যাচেও ৭৭ রানের ইনিংস খেলে টানা ছয় ফিফটির রেকর্ড গড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচেও জয় পেয়েছে পাকিস্তান। ফলে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করলো পাকিস্তান। এই ম্যাচে অনন্য কীর্তি গড়েছেন পাকিস্তানের ইমাম উল হক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টানা ষষ্ঠ ফিফটি হাঁকিয়েছিলেন ইমামও। বাবরের বড় ইনিংসের ফলে আলোচনায় আসেনি তার কীর্তি। তবে শেষ ম্যাচে ৬২ রানের ইনিংস খেলে বাবরকেও ছাড়িয়ে গেছেন ইমাম। শেষ সাত ম্যাচেই হাফসেঞ্চুরি বা তার বেশি রান করেছেন ইমাম। এর মধ্যে দুই ইনিংসে সেঞ্চুরিও আছে তার। শেস সাত ম্যাচে যথাক্রমে ৬২, ৫৬, ১০৩, ১০৬, ৮৯, ৬৫ ও ৭২ রানের ইনিংস খেলেছেন ইমাম।

বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে টানা সাত ওয়ানডেতে ফিফটির রেকর্ড গড়েছেন বাঁহাতি ওপেনার ইমাম। সবচেয়ে বেশি টানা ৯ ওয়ানডেতে ফিফটির বিশ্বরেকর্ড ইমামেরই স্বদেশি কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের দখলে। ১৯৮৭ সালে এ কীর্তি গড়েন মিয়াঁদাদ।

এছাড়া টানা ছয় ওয়ানডেতে ফিফটির রেকর্ড রয়েছে মার্ক ওয়াহ, গর্ডন গ্রিনিজ, অ্যান্ড্রু জোনস, মোহাম্মদ ইউসুদ, ক্রিস গেইল, শাই হোপ, পল স্টারলিং, রস টেলর, কেইন উইলিয়ামস ও বাবর আজমদের।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ১৩, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।