ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

দল চ্যালেঞ্জ নেওয়ায় খুশি সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুন ১৭, ২০২২
দল চ্যালেঞ্জ নেওয়ায় খুশি সাকিব

স্কোরবোর্ডে জমা কেবল ১০৩ রান। ব্যাটারদের এমন ব্যর্থতার পর কি হাল ছেড়ে দেওয়া উচিত? বাংলাদেশ অবশ্য করেনি তেমন কিছু।

ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরার সব চেষ্টাই করেছে টাইগাররা।

প্রথম ১৫ ওভারের ১০টিই ছিল মেডেন। শেষ পর্যন্ত প্রথম দিনে ক্যারিবীয়ানদের ২ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। তবে আরও কয়েকটি সুযোগও তৈরি হয়েছিল। দিনের শেষে অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছিলেন, দল চ্যালেঞ্জ নেওয়ায় খুশি তিনি।

সাকিব বলেছেন, ‘দেখুন এখানে, দলের দুটি সুযোগ থাকে। একটা হচ্ছে ছেড়ে দিয়ে ওদের যত ইচ্ছা রান করতে দেওয়া। তারপর আমরা সেকেন্ড ইনিংসে ব্যাট করে খেলা শেষ হয়ে গেল। আরেকটা হচ্ছে আমরা চেষ্টা করলাম। যদি ওদের এক শ, দেড় শ, দুই শ’র ভেতরে অলআউট করতে পারি, ইভেন আড়াই শর ভেতরে অলআউট করতে পারি- তখন আমরা যদি সেকেন্ড ইনিংসে ভালো ব্যাটিং করি, লাস্ট ইনিংসে এখানে কি হবে, আমরা তো জানি না। ’

‘প্রতিদিনই নতুন একটা দিন। সেই সুযোগটা আমাদের ছিল। আমি খুবই খুশি যে পুরো দল সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। চেষ্টা করেছে যদি আমরা এমন কোনো বোলিং পারফরম্যান্স দিতে পারি যেন আমরা ব্যাটারদের সাহায্য করতে পারি, যেটা আমরা ব্যাটসম্যানদের কাছ থেকে পাইনি। ’

দলের বোলিং নিয়েও সন্তুষ্ট সাকিব বলেছেন, ‘আজকের দিনে আমি খুবই খুশি। কিছু হাফ চান্স ছিল। সেগুলো নিতে পারলে পেসারদের জন্য পারফেক্ট একটা দিন হতো। যেটা আমরা বেশ কিছুদিন ধরেই পাইনি। আমার মনে হয় পেস বিভাগ খুবই ভালো বল করেছে। জুটিতে ভালো বল করেছে। মোস্তাফিজ দারুণ ছিল। খালেদও অনেক ভালো বল করেছে নতুন বলে। ইবাদত সবসময় ভালো বল করছে। তিনজনই ভালো করেছে। ’

‘ওরা একটু আনলাকি। আরও দুটি উইকেট পেলে হয়তো আমরা আরও ভালো অবস্থানে থাকতাম। যদি ১০০ রানে ৪ উইকেট থাকত, তাহলে কাল আরও ১০০ রানের মধ্যে ওদের অলআউট করলে আমরা ম্যাচে থাকতাম। এখনো হবে না তা বলছি না। ’

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।