বাংলাদেশের টেস্ট ইতিহাস তেমন সমৃদ্ধ নয়। ২২ বছর আগে টেস্ট মর্যাদা পেলেও দ্বিতীয় সারির দল হিসেবেই গণ্য করা হয় টাইগারদের।
উইন্ডিজের বিপক্ষে গতকাল থেকে শুরু হওয়া অ্যান্টিগা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। সফরকারীদের ছয় ব্যাটার 'ডাক' মেরেছেন। টেস্ট ইতিহাসে এক দলের ৬ ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার ঘটনা এই নিয়ে ৭টি, যার মধ্যে ৩টিতেই আছে বাংলাদেশের নাম। এর আগে গত মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রানে ফিরেছিলেন। টেস্ট ক্রিকেটে প্রথমবার পরপর দুই টেস্টে ঘটল এমন ঘটনা। এর আগে ২০০২ সালে ঢাকায় উইন্ডিজের বিপক্ষেই বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন।
তবে টাইগারদের লজ্জার রেকর্ড এখানেই শেষ নয়। চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত সর্বোচ্চ 'ডাক' মারা প্রথম তিন ব্যাটারই বাংলাদেশের। ৫ ম্যাচের ৮ ইনিংসে ৬টি 'ডাক' মেরে শীর্ষে আছেন পেসার খালেদ আহমেদ। পরের দুজনই স্বীকৃত ব্যাটার। দুইয়ে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয় ৯ ইনিংসে ৪ বার শূন্য রানে আউট হয়েছেন। তিনে আছেন মুমিনুল হক। তিনি ১২ ইনিংসে ৪ বার 'ডাক' মেরেছেন।
বাংলাদেশের ৩ জনের পরের দুটি অবস্থানে আছেন যথাক্রমে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। দুজনেই 'ডাক' মেরেছেন ৩টি করে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এমএইচএম