ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডেতে ৪৯৮ রান তুলে ইংল্যান্ডের নতুন বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জুন ১৭, ২০২২
ওয়ানডেতে ৪৯৮ রান তুলে ইংল্যান্ডের নতুন বিশ্বরেকর্ড

আর মাত্র ২টা রান করলেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে এক ম্যাচে ৫০০ রান করার কীর্তি গড়তে পারতো ইংল্যান্ড। তবে একটা রেকর্ড কিন্তু ঠিকই ভেঙেছে তারা।

আর সেই রেকর্ডও এতদিন তাদের দখলেই ছিল।  

আজ শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৯৮ রানের 'এভারেস্ট'-এ উঠেছে ইংল্যান্ড। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।  

২০১৮ সালের ১৯ জুন নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংলিশদের করা ৪৮১ রান এতদিন সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকায় শীর্ষে ছিল। আজ নিজদের রেকর্ডই ভাঙল তারা। মজার ব্যাপার হচ্ছে, তালিকার তিনেও আছে ইংল্যান্ড। ২০১৬ সালের ৩০ আগস্ট পাকিস্তানের বিপক্ষে নটিংহ্যামেই ৩ উইকেট হারিয়ে ৪৪৪ রান সংগ্রহ করেছিল তারা।  

ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকায় চার নম্বরে আছে শ্রীলঙ্কা। ২০০৬ সালের ৪ জুলাই নেদারল্যান্ডসের বিপক্ষে লঙ্কানরা ৯ উইকেট হারিয়ে তুলেছিল ৪৪৩ রান। এরপরের তিন স্থানেই আছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে উইন্ডিজের বিপক্ষে ২০১৫ সালের ১৮ জানুয়ারি ২ উইকেটে ৪৩৯ রান সংগ্রহ করেছিল প্রোটিয়ারা। এছাড়া ২০০৬ ও ২০১৫ সালে যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সমান ৪৩৮ রান করেছিল।  

এদিকে ২ রানের জন্য ৫০০ মিস করা ইংল্যান্ড আজ ডাচদের রীতিমত তুলোধুনা করেছে। ওপেনার জেসন রয় ১ রান করলেও পরের ৩ জনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। ৯৩ বলে ১২২ রান করেছেন ফিলিপ সল্ট। ১০৯ বলে ১২৫ রান করেছেন দাভিদ মালান এবং ৭০ বলে ১৬২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে অপরাজিত থাকেন জস বাটলার। শেষদিকে মাত্র ২২ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন লিয়াম লিভিংস্টোন।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুন ১৭, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।