ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জেতার জন্যই খেলবে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জুন ১৮, ২০২২
জেতার জন্যই খেলবে বাংলাদেশ

প্রথম ইনিংসে দল অলআউট হয়েছে কেবল ১০৩ রানে। এরপর ওয়েস্ট ইন্ডিজকেও অল্পতে অলআউট করা যায়নি।

বাংলাদেশের সুযোগ মিসের মহড়ার ভেতর ২৬৫ রান করে ফেলে তারা। নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেও ৫০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। এখনও পিছিয়ে আছে ১১২ রানে। তবুও বাংলাদেশ জয়ের জন্যই খেলবে বলে দ্বিতীয় দিন শেষে জানিয়েছেন পেসার খালেদ আহমেদ।  

তিনি বলেছেন, ‘আমরা তো জেতার জন্যই খেলব ইনশাআল্লাহ্‌। আমাদের চেষ্টা থাকবে ব্যাটাররা স্কোরবোর্ডে যত রান দেবে...। খেলাটা যেন পাঁচ দিনে শেষ হয়। উইকেট খুবই ভালো উইকেট। বোলারদের জন্য অতটাও সাহায্য নেই। আমাদের ব্যাটাররা ইনশাআল্লাহ্‌ ভালো খেলবে। ’

প্রথম ইনিংসে অলআউট হওয়ার পর অধিনায়ক সাকিব আল হাসানের বার্তাটা কী ছিল? জবাবে খালেদ বলেছেন, ‘উনি বলছেন, আরো কমে অলআউট করতে ওদেরকে। আমরা চেষ্টা করেছি, হয়তো ১০-২০ রান বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে। ’

ইনিংসের শুরুর দিকে লাইন-লেন্থ ঠিক রাখতে পারছিলেন না খালেদ আহমেদ। পরে অবশ্য তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুইটি উইকেট। ক্রিজে সেট হয়ে যাওয়া ক্রেইগ ব্র্যাথওয়েট ও ব্ল্যাকউডকে ফেরান তিনি। সবকিছুই লম্বা পরিশ্রমের ফল বলে মনে করেন খালেদ।

তিনি বলেছেন, ‘করোনার আগে ২০১৯ বিশ্বকাপের সময় আমি ইনজুরড হই। এরপর করোনা চলে আসে। ওই সময়টা আমি নিজে কাজে লাগিয়েছি। ওই সময়টা আমি বসে থাকিনি। অনেক হার্ডওয়ার্ক, ওয়ার্কআউট, কোচদের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় মানুষ, এমনকি সুজন স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। উনি আমাকে অনেক সাহায্য করেছেন। সব মিলিয়ে পেছন থেকে অনেকেই সাপোর্ট দিয়েছেন জন্যই আমি আজকে এখানে এসেছি। ’

বাংলাদেশ সময়: জুন ১০২০ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।