ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজে বসেও সিলেটের জন্য মন কাঁদছে ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জুন ১৮, ২০২২
ওয়েস্ট ইন্ডিজে বসেও সিলেটের জন্য মন কাঁদছে ক্রিকেটারদের

সিলেটে ভয়াবহ বন্যায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ।

বিদ্যুৎহীন হয়ে পড়েছে পুরো শহর। পুরো দেশের প্রার্থনাতেই এখন সিলেটের মানুষ। বাদ যায়নি ওয়েস্ট ইন্ডিজে থাকা ক্রিকেটাররাও।

অ্যান্টিগায় ক্যারিবীয়ানদের বিপক্ষে টেস্টে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু এর মধ্যেও সিলেটের জন্য মন কাঁদছে তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের পাশেই আছে পুরো বাংলাদেশ। আসুন, এই সংকটময় পরিস্থিতিতে সবাই প্রার্থনায় রাখি সিলেটকে। ’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালেরও মন কাঁদছে সিলেটের জন্য। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত ভয়াবহ বন্যায়। বিভিন্ন ছবি দেখে এবং বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে। সবাই ধৈর্য রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন। যতটা সম্ভব সবাই দুর্গতদের পাশে থাকুন, পরস্পরের সহায়তা করুন। ’

সিলেটের মানুষের বিপদ দ্রুত কেটে যাওয়ার প্রার্থনা করে তামিম লিখেছেন, ‘প্রার্থনা করছি যেন এই বিপদ দ্রুত কেটে যায়। আল্লাহ সবার সহায় হোন। ’

হজে যাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। ফেসবুকে তিনি লিখেছেন, ‘বন্যায় আক্রান্ত হওয়া সিলেট ও আমাদের দেশের অন্য অঞ্চলগুলোর জন্য প্রার্থনা। আল্লাহ আমাদের ক্ষমা করুন ও এই পরিস্থিতে থেকে উদ্ধার করুন। চলুন আমরা প্রিয় মানুষদের জন্য প্রার্থনা করি। ’

কয়েকদিন আগে টেস্টে সহ অধিনায়কত্ব পাওয়া লিটন কুমার দাস লিখেছেন, ‘মহা মানবিক বিপর্যয় নেমে এসে সিলেটের বুকে। এই মুহূর্তে সিলেট বন্য কবলিত মানুষদের জন্য ত্রান এবং উদ্ধার অভিযান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রতি মূহুর্তে পানি বাড়ছে। ঈশ্বর সবাইকে রক্ষা করুন। ’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এখনও ওয়েস্ট ইন্ডিজে যাননি। দেশে থাকা এই ক্রিকেটার লিখেছেন, ‘হে আল্লাহ্‌, তুমি বন্যা কবলিত সকল মানুষকে হেফাজত করো, রহমত করো। ’

সিলেটের মানুষের জন্য প্রার্থনা করেছেন তাসকিন আহমেদও। এই পেসার লিখেছেন, ‘ আমাদের মাতৃভূমির সৌন্দর্য্যের অন্যতম সেরা স্থান সিলেট-সুনামগঞ্জ ভয়াবহ বন্যা গ্রাস করেছে! গণমাধ্যমে  বন্যার ভয়াবহতা দেখে খুব কষ্ট লাগছে। আল্লাহ সবার সহায় হোক। আসুন সবাই বন্যা দুর্গতের পাশে থাকি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা আমরা যেন দ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারি... আমিন। ’

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার ফেসবুক পেজে লিখেছেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা, বন্যায় প্লাবিত সিলেট বিভাগকে তিনি রক্ষা করুন। দ্রুতই যেন সিলেট বিভাগের বাসিন্দারা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন মহান আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। কর্তৃপক্ষ ও সামর্থ্যবান সকলে এই ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় হাতে-হাত রেখে কাজ করবেন ইনশাআল্লাহ। ফি-আমানিল্লাহ। ’

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুন ১৮, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।