ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সাকিব সবসময় ভালো ইন্টেন্ট নিয়ে খেলতে যায়’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০২২
‘সাকিব সবসময় ভালো ইন্টেন্ট নিয়ে খেলতে যায়’

দলের সবাই যখন ব্যাট হাতে ব্যর্থ তখন সফল অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচের দুই ইনিংসেই ফিফটি করেছেন তিনি।

৯ বছর পর একই ম্যাচের দুই ইনিংসে হাফ সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন সাকিব।  

প্রথম ইনিংসে ৬৭ বলে ৫১ ও দ্বিতীয় ইনিংসে ৯৯ বলে ৬৩ রান করেছেন তিনি। তার ব্যাটিংয়ের ইন্টেন্ট স্লগিং নয়, বরং ভালো ছিল বলেই মনে করেন ডমিঙ্গো।

তিনি বলেছেন, ‘দেখুন সাকিব সবসময় ভালো ইন্টেন্সিটি ও ভালো ইন্টেন্ট নিয়ে খেলতে যায়। আমরা চাইনি সে স্লগ খেলুক, সে চেয়েছে ভালো ক্রিকেট শট খেলতে। আমার মনে হয় সে বোলারদের কিছু চাপ ফেরত দিতে চেয়েছে। তবে সে সতর্ক ছিল যে যদি শুরুর ধাপটা পার করতে পারে তবে সে চড়াও হতে পারবে বোলারদের উপর। ’

সাকিবের ব্যাটিংয়ে নামছেন ৭ নম্বরে। কেন? জবাবে ডমিঙ্গো বলেছেন, ‘সে ৭ নম্বরে ব্যাট করে তবে এই ম্যাচে ৬ নম্বরে করছে। টপ সিক্সে খেলায় তাকে ডিফেন্স ও অ্যাটাকের মধ্যে ভারসাম্য খুঁজে নিতে হত। কখনো আপনাকে ডিফেন্সিভ হতে হয় কখনো কাউন্টার অ্যাটাক করতে হয়। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি শুধু নিশ্চিত করতে চেয়েছি সে তার শেইপ, পজিশন ও হেড যেন ধরে রাখে। কারণ সে কোয়ালিটি ব্যাটার। ’

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০২২
এমএইচবি/এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।