ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

করোনা পজিটিভ অশ্বিন, যেতে পারেননি ইংল্যান্ড সফরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুন ২১, ২০২২
করোনা পজিটিভ অশ্বিন, যেতে পারেননি ইংল্যান্ড সফরে

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে যেতে পারেননি দেশটির স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সফরের ঠিক আগ মুহূর্তে করোনা পজিটিভ হয় তার।

বর্তমানে কোয়ারেন্টিনে আছেন তিনি।

একটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে পাড়ি দিয়েছে ভারত। সবকিছু ঠিকঠাক থাকার পর হঠাৎ করে বিমানবন্দরে রুটিন পরীক্ষার সময় করোনা ভাইরাস ধরা পড়ে অশ্বিনের। যে কারণে তাকে রেখেই সিরিজ খেলতে চলে গেছে রোহিত-কোহলিরা। অবশ্য সুস্থ হলে দলের সঙ্গে যোগ দেবেন ভারতীয় এই স্পিনার।

এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘দেশ ছাড়ার আগে করোনা পজিটিভ হওয়ায় দলের সঙ্গে যুক্তরাজ্যে যাননি অশ্বিন। তবে আমরা আশাবাদী, ১ জুলাই টেস্ট ম্যাচের আগেই সে সুস্থ হয়ে উঠবে। তবে লিস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হয়তো খেলা হবে না তার। ’

আগামী ১ জুলাই টেস্টের মধ্য দিয়ে শুরু হবে ভারতীয়তের ইংল্যান্ড মিশন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ২১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।