ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পিঠের চোটে সিরিজ শেষ ইয়াসির আলীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জুন ২২, ২০২২
পিঠের চোটে সিরিজ শেষ ইয়াসির আলীর ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সময় পিঠের নিচের অংশে চোট পান ইয়াসির আলী রাব্বি। যে কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি।

সেই চোট সেরে না ওঠায় এবার পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন এই ব্যাটার।  

বুধবার (২২ জুন) এক বিবৃতিতে এই তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুশফিকুর রহিম ছুটিতে থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সুযোগ ছিল ইয়াসির আলী রাব্বির সামনে। কিন্তু অনুশীলন ম্যাচে পিঠের নিচের অংশের ইনজুরিতে তার সেই সম্ভাবনা শেষ হয়ে গেল। এমআরআই স্ক্যান করানো হলে তার পিঠের নিচের অংশে চোটের বিষয়টি ধরা পড়ে।

রাব্বির ইনজুরির ব্যাপারে আজ বুধবার জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, ‘পিঠের চোট থেকে এখনও সেরে উঠতে পারেনি ইয়াসির। দ্রুত এই চোট কাটিয়ে উঠতে তিনি চেষ্টা করে যাচ্ছেন। যে কারণে তার আরও সময় লাগবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাকি ম্যাচগুলো সে খেলতে পারবে না। ’

বর্তমানে বিসিবির মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আছেন ইয়াসির।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ২২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।