ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে এবার ছিটকে গেলেন ট্রাভিস হেডও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুন ২৩, ২০২২
ইনজুরিতে এবার ছিটকে গেলেন ট্রাভিস হেডও

আরও একটি ধাক্কা খেল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শুরু হওয়ার আগেই ইনজুরিতে ছিটকে গেলেন মিডল অর্ডার ব্যাটার ট্রাভিস হেড।

হ্যামস্ট্রিং চোটে পঞ্চম ও শেষ ওয়ানডে থেকে ছিটকে পড়েছেন তিনি। টেস্টেও না খেলার শঙ্কা রয়েছে তার।

শ্রীলঙ্কা সফরে এসে একের পর এক ইনজুরিতে পড়ছেন অজি ক্রিকেটাররা। শুরুটা হয় মিচেল স্টার্ককে দিয়ে। এরপর হ্যামস্ট্রিং চোটে পড়েন কেন রিচার্ডসন। শ্রীলঙ্কায় এসেই আঙুল ভেঙে যায় শন অ্যাবটের। তাছাড়া মার্কাস স্টয়নিস ও অ্যাশটন অ্যাগারও রয়েছেন ইনজুরিতে। এবার তাদের দলে যুক্ত হলে হেড।

চতুর্থ ম্যাচের শেষ দিকে ইনজুরিতে পড়েছেন হেড। গলেতে প্রথম টেস্ট শুরুর আগে সেরে উঠতে তার সময় মাত্র ছয় দিন। আগামী বুধবারে প্রথম টেস্টে তিনি খেলতে না পারলে অস্ট্রেলিয়াকে মিডল অর্ডার নতুন করে সাজাতে হবে।  

টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডেতে সুবিধে করতে পারছেনা অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ জেতার পর হারতে হয় টানা তিন ম্যাচ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারতে হয়েছে সফরকারীদের। শেষ ম্যাচে শুক্রবার (২৪ জুন) মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ২৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।