ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভালো শুরুর পর বোল্ড জয়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জুন ২৪, ২০২২
ভালো শুরুর পর বোল্ড জয়

আগের দিন অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, প্রথম দুই ঘণ্টা ভালোভাবে শুরু করতে চান। বাংলাদেশকে সেটা এনেও দিচ্ছিলেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টা দেখেশুনেই পাড় করেছেন তারা।

কিন্তু এরপর আর সেটা ধরে রাখতে পারলেন না জয়। এই ‍ওপেনার বোল্ড হলেন অভিষিক্ত অ্যান্ডারসন ফিলিপের করা দ্বিতীয় বলে।   

শুরুতে অবশ্য আউট হতে পারতেন তামিম ইকবালও।   রোচের বলে তাকে এলবিডব্লিউয়ের জোরালো আবেদন হয়। আম্পায়ারের সাড়া পায়নি ক্যারিবীয়ানরা। রিভিউ নিলেও আম্পায়ার কলে বেঁচে গিয়েছিলেন তামিম।

শুরু থেকেই অবশ্য নিজের স্বভাবসুলভ ব্যাটিং করে যাচ্ছেন তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৭ বলে ৩২ রান করেছেন তিনি, শান্ত অপরাজিত ৬ বলে ২ রান করে। ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৪ রান।

বাংলাদেশ সময় : ২০৫৯, জুন ২৪, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।