অবশেষে ইতিহাস গড়েই ফেললো ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন টেস্টেই আড়াইশর বেশি রান তাড়া করে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা।
সোমবার (২৭ জুন) হেডিংলি টেস্টে পঞ্চম দিনে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় ইংল্যান্ড। লর্ডস, টেন্ট্র ব্রিজের পর লিডসে টানা তিন জয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করলো বেন স্টোকসের দল। শেষ ম্যাচে ২৯৬ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে ১১৩ রান ও ৮ উইকেট হাতে রেখে চতুর্থ দিন শেষ করে ইংলিশরা। পঞ্চম দিনে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে ১৫.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ড্যারিয়েল মিচেলের শতক ও টম ব্লান্ডেলের ৫৫ রানে ভর করে ৩২৯ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধ্বস নামে ইংল্যান্ড শিবিরে। ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে পথ দেখান জনি বেয়ারস্টো। ১৫৭ বলে ১৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এছাড়া ১৩৬ বলে ৯৭ রানের ইনিংস খেলে দলকে ৩৬০ রানের সংগ্রহ এনে দেন জেমি ওভারটন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে উইল ইয়ং বিদায় নিলেও নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন টম লাথাম ও কেন উইলিয়ামসন। ১০০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন কিউই ওপেনার। উইলিয়ামসন খেলেন ১১৫ বলে ৪৮ রানের ইনিংস। মিডল অর্ডারে ড্যারিয়েল মিচেলের ১৫২ বলে ৫৬ ও টম ব্লান্ডেলের ১৬১ বলে অপরাজিত ৮৮ রানে ৩২৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় সফরকারীরা। ফলে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৬ রান।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই রান আউট হন অ্যালেক্স লিস (৯)। জ্যাক ক্রাউলিও বেশি দূর যেতে পারেননি। ২৫ রান করে তার বিদায়ের পর দলের হাল ধরেন অলি পোপ ও জো রুট। ব্যাট হাতে চতুর্থ দিন শেষ করা এই দুইজন গড়েন ১৬৮ বলে ১৩৪ রানের জুটি। পঞ্চম দিনে অবশ্য টিম সাউথির শিকার হয়ে ৮২ রানে সাজঘরে ফেরেন পোপ।
পোপের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন বেয়ারস্টো। ইতিহাস গড়ে জয় নিশ্চিত করেন দলের। ৩ ছক্কা ও ৮ চারে ৪৪ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অপরপ্রান্তে থাকা রুট এক ছক্কা ও ১১ চারে ৮৬ রান নিয়ে মাঠ ছাড়েন।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুন ২৭, ২০২২
আরইউ