ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার মাটিতে চলতি বছরের অক্টোবরে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।

সেই সিরিজের সূচি প্রকাশ করেছে কিউই ক্রিকেট বোর্ড।

আজ মঙ্গলবার প্রকাশিত সেই সূচি অনুযায়ী, আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে এই সিরিজ। মোট সাতটি ম্যাচ, সবগুলোই হবে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে। প্রত্যেক দলই একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল ১৪ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।

সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।

একনজরে ত্রিদেশীয় সিরিজের সূচি:

৭ অক্টোবর : বাংলাদেশ বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় সকাল ৯টা

৮ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় দুপুর ১টা

৯ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, বাংলাদেশ সময় দুপুর ১টা

১০ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় সকাল ৯টা

১১ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, বাংলাদেশ সময় সকাল ৯টা

১২ অক্টোবর : বাংলাদেশ বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় সকাল ৯টা

১৪ অক্টোবর : ফাইনাল, বাংলাদেশ সময় সকাল ৯টা

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।