ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সাদা বলের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুলাই ১, ২০২২
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সাদা বলের দল ঘোষণা

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। অধিনায়ক হিসেবে সাদা বলের নেতৃত্বে ফিরেছেন রোহিত শর্মা।

এছাড়া ১৮ মাস পর ওয়ানডে দলে জায়গা হয়েছে রবীন্দ্র জাদেজার, ফিরেছেন হার্দিক পান্ডিয়াও।

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে টেস্ট সিরিজে ছিলেন না রোহিত শর্মা। তবে সুস্থ হয়ে ফিরেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে।

কোভিডে আক্রান্ত হওয়ায় এজবাস্টন টেস্টে খেলছেন না রোহিত। তবে আগামী ৭ জুলাই শুরু হতে যাওয়া সাদা বলের দুই সিরিজের দলে আছেন ভারতের তিন সংস্করণের অধিনায়ক।

প্রথম টি-টোয়েন্টিতে আলাদা স্কোয়াড ঘোষণা দেওয়ার নেপথ্যে মূলত টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া। এই স্কোয়াডে নেই বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, জাসপ্রিত বুমরাহ ও জাদেজা। পরের দুইটি টি-টোয়েন্টিতে অবশ্য খেলবেন তারা। এছাড়া আইপিএলের উদীয়মান তারকা উমরান মালিক আছেন টি-টোয়েন্টি সিরিজজুড়ে।  

ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার আর্শদিপ। এই সংস্করনের দলে আছেন ওপেনার শিখর ধাওয়ান। এছাড়া প্রায় এক বছর পর দলে ফিরেছেন অলরাউন্ডার হার্দিক। পাঁচ বছর পর ফিরেছেন স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেল।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ জুলাই মাঠে নামবে ভারত। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১০ জুলাই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ১২, ১৪ ও ১৭ জুলাই অনুষ্ঠিত হবে

প্রথম টি-টোয়েন্টির জন্য ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, রুতুরাজ গায়কোয়াড়, সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দিপক হুডা, রাহুল ত্রিপাঠী, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কাটেশ আইয়ার, যুজবেন্দ্র চেহেল, আকসার প্যাটেল, রবি বিষ্ণই, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আভেশ খান, আর্শদিপ সিং, উমরান মালিক।

দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টির ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিপক হুডা, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চেহেল, আকসার প্যাটেল, রবি বিষ্ণই, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, হার্শাল প্যাটেল, উমরান মালিক।

ভারতের ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ইশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চেহেল, আকসার প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, আর্শদিপ সিং।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ০১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।