ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সমুদ্র যাত্রার ভয় পেরিয়ে ক্রিকেটারদের স্নিগ্ধ সকাল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুলাই ১, ২০২২
সমুদ্র যাত্রার ভয় পেরিয়ে ক্রিকেটারদের স্নিগ্ধ সকাল

ভয়ংকর এক সমুদ্র যাত্রার সাক্ষী হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষটির ভেন্যু ছিল সেন্ট লুসিয়ায়।

সেখান থেকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি খেলতে বাংলাদেশ দলকে আসতে হয়েছে ডমিনিকায়। মাঝে পাড়ি দিতে হয়েছে সাড়ে পাঁচ ঘণ্টার সমুদ্র যাত্রা।  

ফেরিতে করে পাড়ি দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন ক্রিকেটার। কাউকে কাউকে বমি করতেও দেখা যায়। তবে শনিবারের সকালটা আলাদা হয়েছে ক্রিকেটারদের। ব্যাটিং কোচ জেমি সিডন্স এমনটিই জানাচ্ছেন। ডমিনিকার হোটেলের ভিডিও দিয়ে তিনি লিখেছেন, ক্রিকেটাররা সবাই ভালো আছে, করছে অনুশীলনও।

সিডন্স নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আপনারা অনেকেই সেন্ট লুসিয়া থেকে এখনকার দ্বীপ ডমিনিকা আসার পথে আমাদের ফেরি যাত্রার ব্যাপারে শুনেছেন বা ছবি দেখেছেন। এটা কিছুটা ভয়ংকর যাত্রা ছিল বেশির ভাগ খেলোয়াড়ের জন্য কিন্তু তারা সবাই এই ধরনের একটা ছবি দেখে সকালে ঘুম থেকে ওঠেছে। ’

এরপর ক্রিকেটারদের ভালো থাকার খবর জানিয়ে তিনি লেখেন, ‘আমরা সবাই কৃতজ্ঞ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আর যে ধরনের অভিজ্ঞতা আমাদের হচ্ছে (ফেরি যাত্রাটা একপাশে সরিয়ে রেখে)। সবাই আজকে সকালে ভালো আছে আর অনুশীলনে যাচ্ছে আগামীকালের টি-টোয়েন্টির জন্য। ’

পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে স্মার্ট ক্রিকেট খেলার পরামর্শ দিয়ে সিডন্স লিখেছেন, ‘আমাদের নিজেদের সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে আর ওয়েস্ট ইন্ডিজ এই ফরম্যাটে খুব শক্তিশালী প্রতিপক্ষ তাদের বিপক্ষে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। ’

এর আগে নিজেদের সুস্থতার খবর দিয়ে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, ‘একমাত্র প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে তার সৃষ্টির অনেক নিদর্শন দেখার সুযোগ করে দিয়েছেন তাই আমরা আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ’

‘মাশাআল্লাহ মহান রব্বুল আল-আমীনের সৃষ্টি অনেক সুন্দর! সেই ছোটবেলায় আটলান্টিক মহাসাগরের কথা বইয়ে পড়েছি আজকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে খুবই ভালো লাগছে। নতুন একটা এক্সাইটমেন্ট কাজ করছিল এবং আমরা যখন পাড়ি দিচ্ছিলাম তখন অনেক আনন্দ করছিলাম আবার অনেকে ভয়ও পাচ্ছিলাম। আজকের দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ’

এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।