ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘টিম গেম’ খেলে জিততে হবে বাংলাদেশকে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ২, ২০২২
‘টিম গেম’ খেলে জিততে হবে বাংলাদেশকে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট শেষে এখন টি-টোয়েন্টির চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। ক্যারিবীয়দের বিপক্ষে এই ফরম্যাটে ১৩ ম্যাচ খেলে ৫টিতে জয় পেয়েছে টাইগাররা।

এর মধ্যে আছে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারানোর সুখস্মৃতি।

শনিবার (২ জুন) রাতে ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টির মাধ্যমে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। এটি জিততে বাংলাদেশকে ‘টিম গেম’ খেলতে হবে বলে নিজের ভাবনার কথা জানান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ‘এ’ দল ও এইচপির মধ্যে ম্যাচ দেখতে রাজশাহীতে আছেন তিনি।

সেখানে বাশার বলেছেন, ‘ডমিনিকা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল হিসেবে যথেষ্ট ভালো। আমরা যখন জিতি টিম গেম খেলে জিতি। টিম গেম খেলা গুরুত্বপূর্ণ। আমাদের দল এমন নয় যে কেউ এসে বিস্ফোরক ইনিংস খেলে যাবে বা ৫ উইকেট নেবে। ’

‘তারপরও কিন্তু এই দল নিয়ে অনেক সিরিজ জিতেছি। ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজকে আগেও হারিয়েছি। কঠিন চ্যালেঞ্জ, কিন্তু যে ক্রিকেট খেলে সফল হই সেই টিম গেম খেললে ভালো খেলা সম্ভব। চ্যালেঞ্জ ব্যাটার বোলার সবারই। দুই বিভাগেই সেরা পারফরম্যান্স করতে হবে। ’

ভয়াবহ সমুদ্রযাত্রার পর ওয়েস্ট ইন্ডিজে সবাই সুস্থ আছেন বলে জানান বাশার। তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা এমন কোনো ইস্যু। কাল সবার সাথে কথা হয়েছে, ডমিনিকায় গিয়ে সবাই সুস্থ আছে। এ মুহূর্তে কোনো শারীরিক বা মানসিক ধকল নেই। ’

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।