ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আক্রমণাত্মক শুরু করেছিল বাংলাদেশ। তাতে নেতৃত্ব দেন তিন নম্বরে খেলতে নামা সাকিব আল হাসান।
দল যখন ৩ উইকেট হারিয়ে ৬০ রান করে ফেলেছে; তখন চতুর্থ ব্যাটার হিসেবে ২ চার ও সমান ছক্কায় ১৫ বলে ২৯ রান করে সাজঘরে ফেরত যান তিনি। শেষ অবধি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ম্যাচশেেষে হেড কোচ রাসেল ডমিঙ্গোর দাবি, ভুল সময়ে আউট হয়ে গেছেন সাকিব, সেটা জানেন এই অলরাউন্ডারও।
ডমিঙ্গো বলেছেন, ‘সাকিবের ব্যাটিং অবশ্যই ইতিবাচক। কিন্তু সাকিব খুব ভুল সময়ে আউট হয়েছে। সে নিজেও এটা জানে। আমাদের কাউকে দরকার যে বড় রান করবে, এই ফরম্যাটে একটা বড় জুটি জরুরি। উইকেটের মূল্য দিতে হবে। ’
সেন্ট লুসিয়া থেকে ফেরিতে করে ডমিনিকায় আসে বাংলাদেশ দল। সাড়ে পাঁচ ঘণ্টার সমুদ্র যাত্রায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন ক্রিকেটার। বৃষ্টির কারণে অনুশীলন করা যায়নি ম্যাচ ভেন্যুতেও। যদিও রাসেল ডমিঙ্গো এই অজুহাত দিতে চান না। তিনি বলছেন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও একই ফেরিতে করেই এসেছেন।
ডমিঙ্গো বলেছেন, ‘কোনো অজুহাত নয়। এটা ওয়েস্ট ইন্ডিজের জন্য সমান ছিল। তারাও গতকাল অনুশীলন করতে পারেনি, তারাও একই ফেরিতে ছিল। তাই এ ব্যাপারে কোনো অজুহাত নয়। তবে দেখুন, বেশ কয়েকজন খেলোয়াড় গত কয়েক সপ্তাহ ধরে কোনো ম্যাচ খেলেনি। আফিফ, রিয়াদ... তারা ঢাকায় অনুশীলন করছিল শুধু। অন্তত আজকে কিছু সময় পাওয়া গেছে ম্যাচের। আমি নিশ্চিত দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলবো। ’
ম্যাচ পরিত্যক্ত হওয়া নিয়ে দক্ষিণ আফ্রিকান কোচ বলেছেন, ‘যা হলো (পরিত্যক্ত) সেটি আদর্শ নয়। তবে এটি দুই দলের জন্যই সমান। দুই দলকেই এটার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা আগে বল করলে ভালো হতো। কিন্তু টস হেরে গিয়েছিলাম। এটি খেলার অংশ। ’
এমএইচবি