তাসকিন আহমেদের করা প্রথম ওভার থেকে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ১৪ রান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই মেহেদী হাসান হজম করেন বাউন্ডারি।
এরপর উইকেট পান সাকিব আল হাসানও। কিন্তু সমান তালে পাল্লা দিয়ে রান তুলে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লের ছয় ওভারে তারা ২ উইকেট হারিয়ে করেছে ৪৬ রান।
টস হেরে ব্যাট করতে নেমে উইন্ডিজদের দারুণ শুরু এনে দেন কাইল মেয়ার্স। কিন্তু ২ চার ও ১ ছক্কায় ৯ বলে ১৫ রান করে মেহেদী হাসানের বলে বোল্ড হন তিনি।
এরপর দলকে দ্রুতই দ্বিতীয় সাফল্য এনে দেন সাকিব আল হাসান। ৩ বলে ০ রান করা সামারা ব্রুকস আকাশে তুলে মারতে গিয়ে তার বলে ক্যাচ দেন মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। পরে ক্যারিবীয়দের হয়ে হাল ধরেছেন অধিনায়ক নিকোলাস পুরান ও ওপেনার ব্রেন্ডন কিং। এই প্রতিবেদন লেখা পর্যন্ত একজন ২১ ও অন্যজন অপরাজিত আছেন ১৭ রানে।
বাংলাদেশ সময় : ১২০৩, জুলাই ৪, ২০২২
এমএইচবি