ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শুরুর চাপ সামলে ঝড় তুলেছেন ক্যারিবীয় ব্যাটাররা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
শুরুর চাপ সামলে ঝড় তুলেছেন ক্যারিবীয় ব্যাটাররা

প্রথম চার ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল তারা।

তবে ডানহাতি-বাঁহাতি ব্যাটারের কম্বিনেশন হতেই বদলে গেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং।  

বাংলাদেশের বোলারদের রীতিমতো তুলোধোনা করছেন স্বাগতিক দুই ব্যাটার নিকোলাস পুরান ও ব্রেন্ডন কিং। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩২ বলে ৪৩ রান করে ব্রেন্ডন কিং ও ২২ বলে ৩১ রান করে অপরাজিত আছেন নিকোলাস পুরান।  

টস হেরে ব্যাট করতে নেমে উইন্ডিজদের দারুণ শুরু এনে দেন কাইল মেয়ার্স। তাসকিন আহমেদের করা প্রথম ওভার থেকেই আসে ১৪ রান। কিন্তু ২ চার ও ১ ছক্কায় ৯ বলে ১৫ রান করে মেহেদী হাসানের বলে বোল্ড হন তিনি।  

এরপর দলকে দ্রুতই দ্বিতীয় সাফল্য এনে দেন সাকিব আল হাসান। ৩ বলে ০ রান করা সামারা ব্রুকস আকাশে তুলে মারতে গিয়ে তার বলে ক্যাচ দেন মাহমুদউল্লাহ রিয়াদের হাতে।  

পরে ক্যারিবীয়দের হয়ে হাল ধরেছেন অধিনায়ক নিকোলাস পুরান ও ওপেনার ব্রেন্ডন কিং। তাদের দুজনের ব্যাটে চড়ে বড় কিছুর স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময় : ১২২৬, জুলাই ৪, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।