লক্ষ্যটা বেশ বড়। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ব্যাটিং দেখে মনে হয়েছে পিচটাও বেশ ভালো।
ইনিংসের দ্বিতীয় ওভারে ওবেদ ম্যাকাইয়ের টানা দুই বলে সাজঘরে ফেরত গেছেন দুই ওপেনার লিটন দাস ও এনামুল হক বিজয়। মিডল স্টাম্পে পড়া গুড লেন্থের বল ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান লিটন। ৪ বলে তার ব্যাট থেকে আসে ৫ রান।
লিটনের আউটের ঠিক পরের বলেই আউট হন এনামুল হক বিজয়ও। অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে যান তিনি। ব্যাটে লেগে সেটি চলে আসে স্টাম্পে। ৪ বলে ৩ রান করেন বিজয়। এর কিছুক্ষণ পর আউট হয়ে গেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।
টানা দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে আশা দেখান তিনি। এরপর ৭ বলে ১১ রান করে স্মিথের বলে ম্যাকাইইয়ের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৭ রান করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ৫ ও আফিফ হোসেন অপরাজিত আছেন শূন্য রানে।
বাংলাদেশ সময় : ০১৫৪, জুলাই ৪, ২০২২
এমএইচবি