ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টেস্ট অভিষেকের অপেক্ষায় লঙ্কান তিন স্পিনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
টেস্ট অভিষেকের অপেক্ষায় লঙ্কান তিন স্পিনার

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দলে ডাক পেয়েছে শ্রীলঙ্কার নতুন তিন স্পিনার। সাদা জার্সিতে অভিষেক হতে যাচ্ছে মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে ও লাকসিথা মানাসিংহের।

করোনা ভাইরাসের কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন প্রবীণ জয়াবিক্রমা। বর্তমানে আইসোলেশনে আছেন তিনি। এছাড়া প্রথম টেস্টে বল হাতে ভালো কিছু করতে পারেননি লাসিত এম্বুলদেনিয়া। তাই দল থেকে বাদ পড়লেন তিনি।  

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ওয়েলালাগে। এছাড়া ব্যাটিংয়েও বেশ ভালো তিনি। প্রথম টেস্টেও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে ছিলেন ১৯ বছর বয়সী ওয়েলালাগে। শেষ টেস্টে তার অভিষেক হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে, প্রথম টেস্টের তৃতীয় দিন করোনাভাইরাসে আক্রান্ত হওয়া অ্যাঞ্জেলো ম্যাথুজের আইসোলেশন পিরিয়ড শেষ হচ্ছে আজ। তাই দ্বিতীয় ম্যাচের একাদশ বিবেচনায় থাকবেন এ অভিজ্ঞ অলরাউন্ডার।  

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।