ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শাহিন আফ্রিদি এখন পুলিশের ডিএসপি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
শাহিন আফ্রিদি এখন পুলিশের ডিএসপি!

বল হাতে ব্যাটারদের ত্রাস শাহিন শাহ আফ্রিদি এবার অপরাধীদের জন্যও কঠোর বার্তা নিয়ে আসছেন! কারণ পাকিস্তানের এই বাঁহাতি স্পিডস্টার এখন ডিএসপি (উপ-পুলিশ সুপার)।  

সোমবার সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদির হবু জামাইকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দিয়েছে খাইবার পাখতুনখোয়া পুলিশ বিভাগ।

তার সাম্মানিক পদ ডিএসপি।  

এক টুইটে খাইবার পাখতুনখোয়া পুলিশ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। পেশোয়ারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শাহিন আফ্রিদিকে ডিএসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে সময় তাকে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় দেখা যায় এবং তাকে ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

শাহিন আফ্রিদি নিজে খাইবার পাখতুনখোয়ার অধিবাসী। পাকিস্তানের যুব সম্প্রদায়ের মধ্যেও তিনি দারুণ জনপ্রিয়। তাই এবার নিজ রাজ্যের পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাতে কাজ করবেন তিনি।  

শাহিন আফ্রিদির বাবা ছিলেন পুলিশের কর্মকর্তা। তার ভাইও আছেন পুলিশ বিভাগে। এবার তালিকায় যোগ হলো তার নামও।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।