ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া ও বাইরের উইকেটে তফাৎ, মোস্তাফিজ প্রতিদিনই শিখছেন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
এশিয়া ও বাইরের উইকেটে তফাৎ, মোস্তাফিজ প্রতিদিনই শিখছেন

মোস্তাফিজুর রহমান বিস্ময় হয়েই এসেছিলেন বাংলাদেশের ক্রিকেটে। এখনও অবশ্য দেশের সেরা বোলার তিনিই।

প্রতি বছরই বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ মাতান এই পেসার। কিন্তু দেশ ও দেশের বাইরে মোস্তাফিজের মধ্যে দেখা যায় ভিন্নতা। পরিসংখ্যানও একদমই বদলে যায়।

তার ইকোনোমি রেটটাও এখন বেশ বেড়ে গেছে। এশিয়াতে যেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওভার প্রতি ৭.৩৮ গড়ে রান দিয়েছেন মোস্তাফিজ, সেখানে এশিয়ার বাইরে গড়টা আটের ওপর। মোস্তাফিজ বলছেন এশিয়া ও এশিয়ার বাইরের উইকেটের ভিন্নতার কারণেই পরিসংখ্যানের এমন দৃশ্য।  

গায়ানায় সাংবাদিকদের তিনি বলেছেন, ‘এশিয়ার উইকেট এক রকম, এশিয়ার বাইরের উইকেট আরেক রকম। এশিয়ার বাইরে উইকেট বেশি ভালো (ব্যাটিং সহায়ক) থাকে। আমার মনেহয় এটা একটা কারণ হতে পারে। ’

‘আর আমি চেষ্টা করি আমার সেরাটা দেওয়ার। এশিয়ার মধ্যে দেখবেন (টি–টোয়েন্টিতে) ১৫০ রান করতেই কষ্ট হয়। আর এশিয়ার বাইরে দুইশ রানও নিরাপদ নয়। আমার যেটা মনে হয়, এই কারণে ইকোনমি রেট বাড়তে পারে। ’

জাতীয় দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে কাজ করার এখনো খুব বেশি সময় পাননি মোস্তাফিজ। তবে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির পরিকল্পনা ও পরামর্শ বেশ পছন্দই হচ্ছে অন্য পেসারদের। তার ভাবনার জায়গাটাও মুগ্ধ করছে তাদের। মোস্তাফিজুর রহমানও তাদের ব্যতিক্রম নন।

তিনি বলেছেন, ‘সাদা বলে আমি মাত্র দুটি সেশন করেছি, বিশেষ করে টি–টোয়েন্টি নিয়ে। আর ওয়ানডের জন্য কাজ করেছি দক্ষিণ আফ্রিকায়। খুব বেশি দিন এখনো ওনাকে পাইনি। তবে কোচের পরিকল্পনাগুলো খুব ভালো লাগছে। ’

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুলাই ০৬, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।