ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ ফির ২০ শতাংশ কাটা গেল টাইগারদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
ম্যাচ ফির ২০ শতাংশ কাটা গেল টাইগারদের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ কাটা গেছে মাহমুদউল্লাহ রিয়াদদের।

আইসিসির কোড অব কন্টাক্টের ২.২২ ধারা ভঙ্গ করে এই জরিমানা দিতে হচ্ছে তাদের। নির্ধারিত সময়ে এক ওভার কম করেছেন তারা। নিজেদের এই শাস্তি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মেনে নেওয়ায় বাড়তি শুনানির প্রয়োজন হয়নি।

ডমিনিকার উইন্ডসর পার্কে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

ওই লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি সফরকারীরা ব্যাটাররা।  আগামীকাল (৭ জুলাই) শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।