ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৬ বছর পর সেরা দশের বাইরে কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
৬ বছর পর সেরা দশের বাইরে কোহলি

টানা ব্যর্থতায় এবার আইসিসি র‌্যাংকিংয়ে আরও পিছিয়ে গেলেন বিরাট কোহলি। ছয় বছরের বেশি সময় পর সেরা দশের বাইরে ছিটকে পড়েছেন এই ব্যাটার।

সর্বশেষ ২০১৯ সালে সেঞ্চুরি পাওয়া কোহলি এজবাস্টন টেস্টে ভারতের হারের ম্যাচেও তেমন কিছু করতে পারেননি। কোহলির এখনকার অবস্থান ১৩তম।

এজবাস্টনে সেঞ্চুরির পুরস্কার পেয়েছেন ঋষভ পন্থ। ব্যাটারদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম পাঁচ ঢুকে পড়েছেন তিনি। পাঁচ ধাপ উপরে এসে পঞ্চম স্থানে উঠে এসেছেন।  

আইসিসির প্রকাশিত নতুন র‌্যাংকিং অনুযায়ী, ব্যাটারদের তালিকার শীর্ষে নিজের জায়গা আরও পোক্ত করেছেন জো রুট। ৯২৩ রেটিং নিয়ে সবার ওপরে ইংল্যান্ডের এই তারকা। এটাই তাঁর কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট। রুটের পর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে আছেন যথাক্রমে মার্নাস ল্যাবুশেন (৮৭৯ রেটিং পয়েন্ট), স্টিভ স্মিথ (৮২৬ রেটিং পয়েন্ট) ও বাবর আজম (৮১৫ রেটিং পয়েন্ট)।

বাবরের ঠিক পরেই আছেন পন্ত। এজবাস্টনে প্রথম ইনিংসে ১১১ বলে ১৪৬ রান ও দ্বিতীয় ইনিংসে ৮৬ বলে ৫৭ রানের সুবাদে নিজের ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট ৮০১-এ পৌঁছে গিয়েছেন ভারতীয় তারকা। তাতে কেন উইলিয়ামসন প্রথম পাঁচের বাইরে চলে গিয়েছেন। ছয় নম্বরে আছেন তিনি। রোহিত শর্মাও এক ধাপ নেমে নয় নম্বরে চলে গিয়েছেন।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেট নিয়ে বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৩০ নম্বরে উঠে এসেছেন।  

বাংলাদেশ সময় : ১৭২৯, জুলাই ৬, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।