ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

তিন ফরম্যাটেই খেলতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হবে ১৬ জুলাই। এরপর ২০ জুলাই দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ দলের।

ফিরে এসেও খুব বেশি বিশ্রাম পাওয়ার সুযোগ নেই ক্রিকেটারদের।  

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশের ক্রিকেটারদের উড়াল দিতে হবে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। সূচি এখনও আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও ২৮ জুলাই হতে পারে প্রথম ওয়ানডে।  

এরপর ৩০ জুলাই দ্বিতীয় ও ০১ আগস্ট তৃতীয় ম্যাচের সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে। এই ফরম্যাটের সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার তিন দিন পর শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচগুলো যথাক্রমে ৬ ও ৮ আগস্ট শুরু হতে পারে। টি-টোয়েন্টি ম্যাচের সবগুলোই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। আগে এই সিরিজে টেস্ট খেলার কথা থাকলেও সেটির সম্ভাবনা প্রায় নেই।  

এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।