স্কোরবোর্ডে রান খুব বেশি নেই। তবে বাংলাদেশের আছে শক্ত স্পিন বোলিং লাইন আপ্।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই তাদের দুই উইকেট তুলে নিয়ে চাপে রেখেছে বাংলাদেশ। পরে নিজের প্রথম বলেই উইকেট পেয়েছেন সাকিব আল হাসানও।
উইকেট নেওয়ার শুরুটা করেন নাসুম আহমেদ। নিজের ও ইনিংসের প্রথম ওভারে ৯ রান দেন তিনি। তবে শেষ বলে তুলে নেন ব্রেন্ডন কিংয়ের উইকেট। ক্যারিবীয় ওপেনার ৫ বলে করেন ৭ রান।
এরপর সামারাহ ব্রুকসকে সাজঘরে ফেরান মেহেদী হাসান। এই অফস্পিনারের ওভারে ১২ বলে ১২ রান করে এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
পাওয়ার প্লে শেষে প্রথম ওভারেই সাকিব আল হাসানকে বোলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ৪ বলে ২ রান করা ওডিন স্মিথকে নিজের প্রথম বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব।
বাংলাদেশ সময় : ০২১৭, জুলাই ৮, ২০২২
এমএইচবি