ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ঈদের শুভেচ্ছা জানিয়ে খেলা দেখার আমন্ত্রণ তামিমের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
ঈদের শুভেচ্ছা জানিয়ে খেলা দেখার আমন্ত্রণ তামিমের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে সেখানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। ফলে দেশের বাইরেই পরিবার ছাড়াই পালন করতে হচ্ছে পবিত্র ইদ উল আযহা।

আজ ঈদের দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবেন তামিম ইকবালরা। সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম। সেই সাথে বাংলাদেশের খেলার দেখার আমন্ত্রণও জানিয়েছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের সঙ্গে ওয়ানডে সিরিজের ট্রফি সহ একটি ছবি পোস্ট করেছেন তামিম। ক্যাপশনে লেখেন, ‘ঈদ মোবারক। সবাইকে আজ রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ দেখার আমন্ত্রণ রইলো। ’

টেস্ট এবং টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডেতে ফেবারিট বাংলাদেশ। প্রথম দুই ফরম্যাটে ভরাডুবির পর আজ নিজেদের ফেবারিট ফরম্যাটে খেলতে নামছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজে কী এবার নিজেদের সেরা ফরম্যাটে জয়ের দেখা পাবে? গায়ানায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।