ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

কিমো পলের স্থলাভিষিক্ত রোমারিও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
কিমো পলের স্থলাভিষিক্ত রোমারিও

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে করোনা পজিটিভ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের অলরাউন্ডার কিমো পল। যে কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন এই তরুণ ক্রিকেটার।

তাঁর বদলি হিসেবে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড।

তিনি খেলেন মূলত বোলিং অলরাউন্ডার হিসেবে। তাকে অন্তর্ভূক্ত করা হয়েছে ১৩ সদস্যের দলে। ওডেন স্মিথকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। বাংলাদেশের বিপক্ষে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছিলেন রোমারিও শেফার্ড। ৬ উইকেট নিয়ে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। ক্যারিয়ার সেরা ২১ রানে ৩ উইকেটও (উইন্ডসর পার্কে প্রথম টি-টোয়েন্টিতে) নিয়েছেন তিনি বাংলাদেশের বিপক্ষে।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের ভেন্যু গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম আবার শেফার্ডের ঘরের মাঠ।  আজ এই মাঠেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে দুই দল। ১৩ ও ১৬ জুলাই সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।