ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসির জুন মাসের সেরা বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
আইসিসির জুন মাসের সেরা বেয়ারস্টো

স্বদেশী জো রুট ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে হারিয়ে আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জনি বেয়ারস্টো।  

আজ সোমবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়েছে।

 

ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন বেয়ারস্টো। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে টানা সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে তিনি ৯২ বলে ১৩৬ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন। তার ব্যাটে ভর করেই নটিংহ্যাম টেস্টের শেষ দিনে ২৯৯ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় স্বাগতিকরা।

শেষ টেস্টে বেয়ারস্টো প্রথম ইনিংসে খেলেছিলেন ১৫৭ বলে ১৬২ রানের ইনিংস আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ৪৪ বলে ৭১ রান করে। সিরিজে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৩৯৪ রান করেন তিনি। জুন মাসে তার গড় ছিল ৭৮.৮০। কিউইদের বিপক্ষে ইংলিশদের সিরিজ জয়ে মূল ভূমিকা ছিল তারই।  

এদিকে নিউজিল্যান্ড সিরিজের পরও থামছে বেয়ারস্টো-ঝড়। ভারতের বিপক্ষে স্থগিত পঞ্চম টেস্ট ফের শুরু হলে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান তিনি।  

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।