ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বুমরাহর ছয়ে ইংল্যান্ডকে ১১০ রানে অলআউট করল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
বুমরাহর ছয়ে ইংল্যান্ডকে ১১০ রানে অলআউট করল ভারত

বল হাতে রীতিমতো আগুন ঝরালেন জাসপ্রিত বুমরাহ। পাওয়ার প্লের ১০ ওভারে কেবল ৩০ রান করতে পারল ইংল্যান্ড, হারাল ৫ উইকেট।

যার চারটিই নিলেন বুমরাহ, তাও মাত্র ৯ রান দিয়ে।  

শেষ অবধি ওই ধাক্কা আর সামলে ওঠতে পারেনি ইংল্যান্ড।  দ্য ওভালে প্রথম ওয়ানডেতে ভারতের সামনে মাত্র ১১১ রানের লক্ষ্য দিয়েছে তারা।

ইনিংসের দ্বিতীয় ওভারে জেসন রয়কে ফিরিয়ে প্রথম সাফল্য পান বুমরাহ। ৫ বলে ০ রান করে বোল্ড হন এই ওপেনার। এক বল পর বুমরাহ ফেরান তিন নম্বরে খেলতে নামা জো রুটকে। ২ বল খেলে তিনিও ফেরেন ০ রানে।  

এরপরের ওভারটি করতে আসেন মোহাম্মদ শামি। তিনি বোলিংয়ে এসেও পান সাফল্য। নিজের খেলা প্রথম বলেই ঋষভ পন্থের হাতে ক্যাচ তুলে দেন বেন স্টোকস। পাওয়ার প্লের ভেতরই জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোনকে আউট করেন বুমরাহ।  

মাঝে ২৭ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার আশা দেখান মঈন আলি ও জশ বাটলার। ১৮ বলে ১৪ রান করে প্রষিধ কৃষ্ণের বলে মঈন ও ৩২ বলে ৩০ রান করে শামির বলে বাটলার ফিরলে কার্যত শেষ হয়ে যায় ইংল্যান্ডের ভালো কিছু করার আশা।  

পরে ২৬ বলে ২১ রান করা ডেভিড উইলিকে ফিরিয়ে নিজের ফাইফার পূরণ করেন বুমরাহ, নেন ২৬ বলে ১৫ রান করা ব্রেডন কার্সের উইকেটও।  
 
বাংলাদেশ সময় : ২০১৩, জুলাই ১২, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।