ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে র‍্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
ওয়ানডে র‍্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো ভারত

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে বিশাল জয় তুলে নেওয়ার পর র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে ভারতের। আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছে রোহিতবাহিনী।

ওভালে ইংলিশদের ১০ উইকেটে হারানো ভারত ওয়ানডে র‍্যাংকিংয়ের তৃতীয় স্থানে উঠে এসেছে। ম্যাচটির আগে রেটিং ১০৫ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান ছিল চারে। তবে জয় পাওয়ার পর তাদের রেটিং পয়েন্ট এখন ১০৮। অন্যদিকে পাকিস্তানের রেটিং পয়েন্ট ১০৬। ফলে এক ধাপ নিচে নেমে গেছে বাবরবাহিনী।

তৃতীয় ও চতুর্থ স্থানে পরিবর্তন এলেও আগের মতো শীর্ষেই আছে নিউজিল্যান্ড। কিউইদের নামের পাশে আছে ১২৬ রেটিং পয়েন্ট। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ১২২ পয়েন্ট।  

গত মাসে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করা এবং শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়ার সিরিজ হারের পর র‍্যাংকিংয়ে ভারতকে পেছনে ফেলে তিনে উঠে এসেছিল পাকিস্তান। কিন্তু এক মাসের ব্যবধানে হারানো স্থান পুনরুদ্ধার করল ভারত।  

ওয়ানডে র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান এখন পাঁচে। তার সংগ্রহ ১০১ রেটিং পয়েন্ট। অন্যদিকে ছয়ে থাকা দক্ষিণ আফ্রিকার হাতে আছে ৯৯ রেটিং পয়েন্ট। মাত্র ৩ পয়েন্ট কম নিয়ে সাতে অবস্থান বাংলাদেশের। অন্যদিকে বাংলাদেশের চেয়ে ৪ রেটিং পয়েন্ট কম নিয়ে আটে আছে শ্রীলঙ্কা। ৭১ পয়েন্ট নিয়ে নয়ে উইন্ডিজ এবং ৬৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আফগানিস্তান।

গতকাল মঙ্গলবার ওভালে ইংল্যান্ড মাত্র ১১০ রানে গুঁটিয়ে যায়। ভারতের বিপক্ষে এটাই ওয়ানডেতে তাদের সর্বনিম্ন সংগ্রহ। মূলত ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ একাই ধসিয়ে দিয়েছেন ইংলিশদের ব্যাটিং লাইনআপ। ক্যারিয়ার সেরা বোলিং করে ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া ৩ উইকেট নিয়েছেন আরেক পেসার মোহাম্মদ শামি এবং ১ উইকেট গেছে প্রসিদ্ধ কৃষ্ণার ঝুলিতে।  

জবাবে দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ব্যাটেই জয় তুলে নেয় ভারত। এর মধ্যে অধিনায়ক রোহিত মাত্র ৫৮ বলে ৭৮ রান নিয়ে অপরাজিত থাকেন। তাদের ঝড়ো ব্যাটিংয়েই ৩১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। এই নিয়ে স্থায়ী অধিনায়ক হিসেবে রোহিতের নেতৃত্বে ৪ ম্যাচের সবগুলোতেই জয় পেল ভারত।  

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।