ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নাসুমের উদযাপন ‘নতুন বাঘ আসছে’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
নাসুমের উদযাপন ‘নতুন বাঘ আসছে’

অনেকগুলো টি-টোয়েন্টি খেলে ফেলেছিলেন নাসুম আহমেদ। এই ফরম্যাটে নিয়মিত মুখ হলেও বাকিগুলোতে সুযোগ পাচ্ছিলেন না সেভাবে।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কপাল খুলেছে নাসুমের।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অভিষেক হয় তার। এরপর দুই ম্যাচেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। প্রথম ম্যাচে ৮ ওভারে মাত্র ১৬ রান খরচ করেন নাসুম।

প্রথম ৬ ওভারে মাত্র ৪ রান। সবমিলিয়ে ৮ ওভারে ডট বলই দেন ৪০ টি। দ্বিতীয় ওয়ানডেতে শুধু কিপটে বোলিংয়ে আটকে ছিলেন না নাসুম, ১০ ওভারে ৪ মেডেনে ১৯ রান দিয়ে নেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। এরপর ‘টি’ বর্ণের মতো উদযাপন করতে দেখা যায় নাসুমকে।

দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচসেরা হওয়ার পর নিজের উদযাপনের রহস্য জানিয়ে তিনি বলেছেন, ‘এটা আসলে একটা সংকেত ছিল, ব্যাপারটা এমন যে নতুন বাঘ আসছে। ’

নাসুম আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি খুব রোমাঞ্চিত ছিলাম যে প্রথম ম্যাচে কোনও উইকেট পাইনি, পরের ম্যাচে যেন উইকেট পাই। আমি জায়গায় বল করার চেষ্টা করেছি। উইকেটে যে সুবিধা ছিল, সেটা নেওয়ার চেষ্টা করেছি। ’

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।