ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ ফর্মে রয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। এই সিরিজে থাকা তিন ক্রিকেটার থাকছেন না পাকিস্তানের বিপক্ষে।

চামিকা করুণারত্নে, প্রবিণ জয়াবিক্রমা এবং লাসিথ এম্বুলদেনিয়াকে বাদ দিয়ে পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এদিকে পাকিস্তানের বিপক্ষে দলে ফিরেছেন মহেশ থিকশানা, প্রবাথ জয়াসুরিয়া এবং ডুনিথ ওয়েলালাগে। স্কোয়াড ঘোষণা করলেও এটি এখনও অনুমোদনের অপেক্ষায় আছে দেশটির ক্রীড়া মন্ত্রীর। সেখান থেকে সবুজ সংকেত এলে দল নিশ্চিত করা হবে।

আগামী ১৬ জুলাই গল টেস্ট দিয়ে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে লঙ্কানদের দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

একনজরে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), পাথুম নিশানকা, ওশানে ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মধুশঙ্ক, প্রবাথ জয়সুরিয়া, ডুনিথ ওয়েলালাগে, জেফ্রি ভ্যান্ডারসে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।