ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ফের ব্যর্থ শান্ত, এগিয়ে নিচ্ছেন তামিম-লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
ফের ব্যর্থ শান্ত, এগিয়ে নিচ্ছেন তামিম-লিটন

টানা তিন ম্যাচেই সুযোগ পেলেন নাজমুল হোসেন শান্ত। তার ওপর আস্থা-রাখলেন কোচ ও অধিনায়ক, ওই কথা জানান দিলেন প্রকাশ্যেই।

কিন্তু শান্ত তার প্রতিদান দিতে পারলেন না ঠিকঠাক। প্রথম দুই ওয়ানডের পর নিজেকে চেনাতে ব্যর্থ হয়েছেন শেষটিতেও।

তাকে হারানোর পর দলকে টানছেন অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস। শেষ ওয়ানডে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ‌১৭৯ রান। জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৩ রান করেছে বাংলাদেশ।

দ্বিতীয়টির মতো শেষটিতেও ইনিংস উদ্বোধনে আসেন শান্ত। কিন্তু এই ম্যাচে ১৩ বল খেলে ১ রান করেছেন তিনি। আলজেরি জোসেফের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন উইকেটরক্ষক শাই হোপের হাতে।

বাংলাদেশ সময় : ১২১৯, জুলাই ১৭, ২০২২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।