ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে ‘শিক্ষিত’ করা হবে ক্রিকেটারদের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে ‘শিক্ষিত’ করা হবে ক্রিকেটারদের ছবি: শোয়েব মিথুন

অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বাংলাদেশ দল ভালো করছে অনেকদিন ধরেই। ২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে জিতেছে বিশ্বকাপও।

কিন্তু এই ক্রিকেটাররা যখন জাতীয় দলে আসছেন, স্পষ্ট হয়ে উঠছে মাঠের বাইরের নানা কিছুতে তাদের ঘাটতি।

একসময় বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন স্টুয়ার্ট ল। তিনি এবার এসেছেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে। সংবাদ সম্মেলনে তার কাছে প্রশ্ন, মাঠের বাইরে কোন বিষয়গুলোতে নজর থাকবে?

জবাবে ল বলেছেন, ‘আমরা কেবল এটা নিয়েই কথা বলছিলাম। এটা অদ্ভুত বলে মনে হচ্ছে কারণ আমরা এখানে মিডিয়ার সামনে। কিন্তু আজকাল তরুণ খেলোয়াড়েরা বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটারদের মাঠের বাইরে অনেক নেতিবাচক বিষয় মোকাবেলা করতে হয়, আমরা যা করতাম তার চেয়ে অনেক বেশি। ’

‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলতে পারি যেখানে ছেলেদের শিক্ষিত করার চেষ্টা করবো। একজন মাইন্ড ট্রেনার নেবো যিনি ছেলেদের এই ইস্যুতে শিক্ষা দিবে। আপনি জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো ও খারাপ দিক আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক বেশি বাড়তি চাপ তৈরি করে। ’

তাহলে কি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের জন্য? জবাবে স্টুয়ার্ট ল বলেছেন, ‘হ্যাঁ আপনি এটা নিষিদ্ধ করতে পারেন। কিন্তু আপনি চাইলে তাদের এই ইস্যুতে শিক্ষাও দিতে পারেন যে কীভাবে যথাযথভাবে ব্যবহার করবে। কীভাবে তারা এর নেতিবাচক দিক সম্পর্কে জানবে। আমি মনে করি এটাই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সাথে এর যে ইতিবাচক দিকগুলোও আছে সেগুলো সম্পর্কেও তারা জানতে পারবে যদি যথাযথভাবে শিক্ষিত করা যায়। এটা খেলোয়াড়দের উপর নির্ভর করে, তারাই তাদের ব্যাপারগুলো বেছে নেবে। ’

বাংলাদেশ সময় : ১৪২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।