ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে কোনো আলাপ হয়নি : পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে কোনো আলাপ হয়নি : পাপন

ব্যাট হাতে পারফর্ম করতে পারছেন না মাহমুদউল্লাহ রিয়াদ। দলও টি-টোয়েন্টিতে প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।

এর মধ্যে গুঞ্জন ছড়ায়, রোববারের বোর্ড সভায় অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন রিয়াদ।

তবে সভার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, এ নিয়ে কোনো আলাপই হয়নি তাদের মধ্যে। তবে দেশে ফিরলে রিয়াদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন পাপন।

তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টিতে হুট করে কিছু পরিবর্তন করে যে খুব একটা পরিবর্তন হবে সেটা মনে হয় না। এখানেও লং টার্মে ভাবতে হবে। অধিনায়কত্বের বিষয়ে আজকে বলা কঠিন। সিদ্ধান্ত নিতে এক মাস চলে যাবে। অধিনায়ক আসবে, তাদের সঙ্গে বসতে হবে। ’

রিয়াদের পারফরম্যান্সে কি বিসিবি সন্তুষ্ট? জবাবে পাপন বলেছেন, ‘বোর্ড সন্তুষ্ট কি না এটা তো কঠিন প্রশ্ন। মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমাদের অসন্তুষ্টি ছিল না। রিয়াদের নামটা এত বেশি আসছে কারণ সে রান পাচ্ছে না। সে আসুক, কথা বলি। আমার মনে হয় সে রান পেলে ঠিক হয়ে গেছে। ’

রিয়াদ পারফর্ম করতে পারছেন না বলেই এত প্রশ্ন উঠছে বলে মনে করেন পাপন। তিনি আরও বলেন, ‘সে আসুক। তবে অধিনায়কত্বে পরিবর্তন আনলে যে আহামরি পরিবর্তন আসবে তা কিন্তু না। ’

বাংলাদেশ সময় : ১৬৫৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।