ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকার সব ক্লাবের ভোট সমান: পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
ঢাকার সব ক্লাবের ভোট সমান: পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কাউন্সিলরদের হিসাবে রদবদল এসেছে। ঢাকার ক্রিকেটের সব ক্লাবের ভোট এখন সমান।

 

আজ মঙ্গলবার বিসিবির বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।  

আগে প্রিমিয়ার লিগে খেলা সুপার লিগের ছয়টি ক্লাব দুটি করে এবং বাকি ছয়টি ক্লাব একটি করে ভোট দেওয়ার অধিকার পেতো। এখন থেকে ঢাকার চার স্তরে খেলা সব ক্লাবের ভোট সমান।

এ নিয়ে বিসিবি সভাপতি এজিএম শেষে সাংবাদিকদের বলেছেন, ‘প্রিমিয়ার লিগে কারও কারও কাউন্সিলরশিপ ছিল না। আবার কারও একাধিক ছিল। প্রিমিয়ার লিগের সুপার লিগের ক্লাবগুলোর যেমন দুটি করে ছিল। আজ এজিএমে পাশ করা হয়েছে, আমরা প্রত্যেকটা ক্লাবকে সমান সংখ্যক কাউন্সিলরশিপ দেবো। ’

২০১৩ সালে ছয় ক্লাবকে দুটি করে কাউন্সিলরশিপ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর তিনটি নির্বাচন এই নিয়মে হয়েছে। তাহলে এখন কেন বদল? জবাবে পাপন বলেছেন, ‘বহু বছর ধরে আমি ক্রিকেটে সম্পৃক্ত। আবাহনী ক্লাবে আগে জড়িত ছিলাম। তখন থেকেই দেখেছি প্রিমিয়ার লিগে দুটি ক্লাব- আবাহনী ও মোহামেডান। ক্লাব অনেক ছিল, কিন্তু আবাহনী-মোহামেডানই চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতো। শক্তিশালী দল গঠন করতে চাইতো যেন তারা চ্যাম্পিয়ন হতে পারে। ’ 

‘আমাদের মূল চাওয়া ছিল আরও বেশি ক্লাব যেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করে, দল বানায়। সেজন্য ইনসেনটিভ হিসেবে এটা (দুটি করে ভোট) দেওয়া হয়েছিল। কিন্তু এখন শুধু আবাহনী-মোহামেডান নয়, অনেক ক্লাব এই চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্য লড়াই করে। দল গঠন করে। যে কেউ যে কোনোবার চ্যাম্পিয়ন হতে পারে। এখন অনেক ক্লাব শক্তিশালী দল গঠন করছে ধারাবাহিকভাবে ভালো করছে। ’

গঠনতন্ত্র অনুযায়ী, এতদিন ঢাকা প্রিমিয়ার লিগে খেলা ১২ দলের মধ্যে সুপার সিক্সে খেলা ৬টি দল ২টি করে কাউন্সিলরশিপ পেয়ে আসছিল, বাকিরা ১টি করে। প্রথম বিভাগে অংশ নেওয়া ১২ ক্লাবের সমান ১টি করে কাউন্সিরশিপ ছিল এতদিন।

তবে দ্বিতীয় বিভাগে প্রথম ১২ ক্লাব আর তৃতীয় বিভাগে কাউন্সিলরশিপ ছিল প্রথম ৮টি ক্লাবের। কিন্তু এখন এই ৪ লিগে অংশ নিলেই মিলবে কাউন্সিলরশিপ।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।