ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে এখনও দেশে ফেরেনি ওয়ানডে দল। ২০ ও ২১ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তাদের।

তবে দেশে ফিরেও খুব বেশি বিশ্রাম পাচ্ছেন না তারা।

তিন ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে যেতে হবে বাংলাদেশ দলকে। আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ।

পরের দুই ম্যাচ হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়।  

টি-টোয়েন্টি সিরিজ শেষে হবে তিন ম্যাচের ওয়ানডে। ৫ আগস্ট হবে প্রথম ওয়ানডে, পরের দুই ম্যাচ ৭ ও ১০ আগস্ট। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ১টা ১৫ মিনিটে।

একনজরে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি-

  • ১ম টি-টোয়েন্টি- ৩০ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বিকাল ৫ টা
  • ২য় টি-টোয়েন্টি- ৩১ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, বিকাল ৫ টা
  • ৩য় টি-টোয়েন্টি- ২ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, বিকাল ৫ টা
     
  • ১ম ওয়ানডে- ৫ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫
  • ২য় ওয়ানডে- ৭ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫
  • ৩য় ওয়ানডে- ১০ আগস্ট, হারারে স্পোর্টস ক্লাব, দুপুর ১ টা ১৫।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।