ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

হারের ম্যাচের ইতিবাচক দিকগুলো নিতে চান সোহান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
হারের ম্যাচের ইতিবাচক দিকগুলো নিতে চান সোহান

বাংলাদেশের অষ্টম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানের যাত্রাটা একদমই ভালো হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হেরেছে ১৭ রানে।

আগে ব্যাট করে টাইগারদের সামনে ২০৬ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল জিম্বাবুয়ে।  

ব্যাট হাতে অবশ্য ভালো করেছেন সোহান। ৪ ছক্কা ও ১ চারে ২৬ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। যদিও শেষ অবধি মাঠে থেকে দলকে জেতাতে পারেননি সোহান। তিনি অবশ্য বলছেন, হেরে যাওয়া ম্যাচেও আছে ইতিবাচক দিক; যেগুলো কাজে লাগাতে চান পরের ম্যাচে।

সোহান বলেছেন, ‘অবশ্যই যেটা বললাম এই ম্যাচেই অনেক ইতিবাচক দিক আছে, সেখান থেকে ইতিবাচক দিকগুলো নেবো। আপনি যেটা বলেছেন, কিছু জায়গায় অবশ্যই উন্নতির জায়গা আছে, সেটা করেই পরের ম্যাচে নামবো। ’

হেরে যাওয়ার পর আলাদা করে কোনো বিভাগকে দায়ী করতেও রাজি নন সোহান। বলেছেন, ‘আসলে কোনো কিছু নিয়ে কারণ দেখাতে চাইছি না। ব্যাটি, বোলিং, ফিল্ডিং যাই বলেন সব আমরাই। যেটাই করি আমাদেরই ভালো করতে হবে। যেটা বলেছি, শেষ পাঁচ-ছয় ওভারে আমরা ভালো বল করতে পারিনি। পরের ম্যাচে এই জায়গায় আরও উন্নতি হবে। ’

দলের ফিল্ডিং নিয়ে অধিনায়ক বলেছেন, ‘সবাই খুব চেষ্টা করেছি। ওরকম সুযোগ হয়তো...৫০-৫০ সুযোগ ছিল যেগুলো হয়তো আমরা করতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হয় ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। ’

বাংলাদেশ সময় : ২৩১১, জুলাই ৩০, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।