ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

শামসির ৫ উইকেট, বিশাল জয়ে সিরিজ দ. আফ্রিকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
শামসির ৫ উইকেট, বিশাল জয়ে সিরিজ দ. আফ্রিকার

বল হাতে রীতিমতো ঘূর্ণিজাদু দেখালেন তাবরেজ শামসি। একাই ৫ উইকেট তুলে নিয়েছেন এই প্রোটিয়া স্পিনার।

আর তাতে ভর করে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংলিশদের ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও জিতলো প্রোটিয়ারা।

১৯২ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ইংল্যান্ড। এমনকি এক পর্যায়ে টানা ৫৫ বল কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি স্বাগতিক দলের ব্যাটাররা। প্রোটিয়া বোলারদের তোপের মুখে ১৬.৪ ওভারেই গুঁটিয়ে যায় তাদের ইনিংস।  

ইংলিশ ওপেনার জেসন রয় আবারও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ১৮ বলে ১৭ রান করেছেন তিনি। স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ ২৭ রান এসেছে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। শামসি ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের দেখা পেয়েছেন। ২৪ রান খরচে ৫ উইকেট পেয়েছেন তিনি।

প্রথমবারের মতো টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজে হারের মুখ দেখলো ইংল্যান্ড। এর আগে এ বছর ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের কাছে হেরেছে তারা। শুধু কি তাই, ২০১৩ সালের পর এই প্রথম পুরো এক মৌসুমে সাদা বলের কোনো সিরিজ জিততে পারল না ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার রিজা হ্যানড্রিকস আজ ৫০ বলে ৭০ রানের ঝলমলে এক ইনিংস উপহার দিয়েছেন। এছাড়া এইডেন মার্করামের অপরাজিত ৫১ রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহ গড়ে সফরকারীরা। ইংলিশ বোলারদের মধ্যে ডেভিড উইলি ২৫ রান খরচে নিয়েছেন ৩ উইকেট।  

আগামী ১৭ আগস্ট থেকে লর্ডসে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।