ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘অলিখিত ফাইনালে’ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
‘অলিখিত ফাইনালে’ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ এ সমতায়। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে।

অলিখিত এই 'ফাইনালে' টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার হারারেতে নুরুল হাসান সোহানকে ছাড়াই মাঠে নামছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছেন টাইগার দলপতি। তার জায়গায় শেষ ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আগের ম্যাচে তিনি একাই ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন।  

এদিকে সর্বশেষ দুই সিরিজে ব্যর্থতার দায়ে বিশ্রামের মোড়কে আগের দুই ম্যাচে ছিলেন না মাহমুদলউল্লাহ রিয়াদ। কিন্তু সোহান ছিটকে যেতেই তিনি একাদশে ফিরেছেন এই ম্যাচ দিয়েই। তবে এবার অধিনায়ক হিসেবে ফেরেননি এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটার।  

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ। তবে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতে টাইগাররা ঘুরে দাঁড়ায় দ্বিতীয় ম্যাচেই।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।