ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার এশিয়া কাপে দলের সঙ্গে থাকবেন পাপন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
এবার এশিয়া কাপে দলের সঙ্গে থাকবেন পাপন ছবি: শোয়েব মিথুন

চলতি মাসের ২৭ তারিখ সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর। ৩০ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এই টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বৈঠকে বসেছিলেন বোর্ড পরিচালকরা। সভাশেষে পাপন বলেছেন, ‘আমার ধারণা এবার এশিয়া কাপে যাবো, দলের সঙ্গে থাকব, এই পরিকল্পনা আছে। দেখি কী হয়, চেষ্টা তো করবো। ’

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশ। এই সিরিজে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন অপেক্ষাকৃত নতুন ক্রিকেটার। বিসিবির মূল লক্ষ্য ছিল উদ্বোধনী ব্যাটার খুঁজে বের করা। শেষ অবধি কাউকে পাননি বলেই জানালেন পাপন।

তিনি বলেছেন, ‘এবার একটা বড় জিনিস দেখতে চেয়েছি যে উদ্বোধনী ব্যাটার। তামিম খেলবে না বলেছে তার বিকল্প দরকার, দুজনকে দেখেছে। আবার বিজয়কেও দেখেছে তিন নম্বরে। ভালো খারাপ নিয়ে বলছি না, একজন এসেই ভালো খেলবে না। ’

‘ইমন একটা আর মুনিম দুইটা ম্যাচ খেলেছে, দেখে ভালো বা খারাপ বলা কঠিন। তাই ওই চ্যালেঞ্জটা আমাদের রয়েই গেছে। ওপেনার অনেক আছে কিন্তু কে টি-টোয়েন্টির ওপেনার হবে এটা পাওয়া যাচ্ছে না। ’

অল্প রান করে খুশি হওয়ারও কিছু দেখেন না পাপন, ‘১৪০ করে কাউকে ১৩০ এ অলআউট করে দিলাম এটা নিয়ে খুশি হওয়ার কিছু নেই। সর্বনিম্ন টি-টোয়েন্টিতে ১৭০-৮০ লাগে। ১৮০ এর নিচে তো রানই হয় না। বড় দলের সঙ্গে তো ১৮০ করতে হবে। তখন কী হবে? স্বাভাবিকভাবে আমরা এখনও অনেক পিছিয়ে। ’

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।