ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ভারত

ব্যাটাররা আগেই বড় সংগ্রহ এনে দিয়েছিলেন; বাকি কাজটা দারুণভাবে শেষ করলেন বোলাররা। আর তাতে বড় জয়ের পাশাপাশি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল ভারত।

টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে শনিবার ৫৯ রানের জয় পেয়েছে রোহিতবাহিনী।  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে উইন্ডিজের সামনে ১৯২ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারত। জবাবে ১৩২ রানেই গুঁটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস।

লক্ষ্য তাড়ায় নেমে উইন্ডিজের ব্যাটাররা শুরু থেকেই ভারতীয় পেসারদের সামনে খাবি খেতে থাকেন। দলীয় ২২ রানে ২ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। সর্বোচ্চ ২৪ রান করেছেন নিকোলাস পুরান। ক্যারিবীয় অধিনায়ক মাত্র ৮ বলের ছোট্ট ক্যামিও খেলে রান আউট হয়ে ফিরেছেন। এছাড়া ১৬ বলে অধিনায়কের সমান রান করেছেন রভম্যান পাওয়েল।  

বল হাতে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচে টপ অর্ডারের ২ উইকেট তুলে নিয়ে বড় ধাক্কাটা দিয়েছেন ভারতীয় পেসার আভেশ খান। সমান উইকেট পেলেও কিছুটা খরুচে ছিলেন অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণুই। আর ৩ উইকেট নিয়ে লেজ মুড়ে দিয়েছেন আর্শদীপ সিং।

এর আগে শুরুতে ব্যাট করতে নামা ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব দ্রুত রান তোলেন। দুজনের ওপেনিং জুটিতে আসে ৫৩ রান। অধিনায়ক রোহিত ১৬ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে আকিল হোসেনের বলে বোল্ড হয়ে ফিরলে ভাঙে এই জুটি। এরপর সূর্যকুমার ২৪ রানের ইনিংস খেলে বিদায় নেন।  

তিনে নামা দীপক হুডা ২১ রানে আআউট হলেও ঋষভ পন্থ আর সাঞ্জু স্যামসন মিলে দলকে ভালো অবস্থান পাইয়ে দেন। পন্থ ৩১ বলে ৪৪ রান করেন। আর স্যামসন ২৩ বলে ৩০ রান নিয়ে অপরাজিত থাকেন।  তবে ব্যর্থ হয়েছেন দীনেশ কার্ত্তিক (৬)। আর ৮ বলের মোকাবিলায় ২০ রান নিয়ে অপরাজিত থাকেন অক্ষর।

বল হাতে উইন্ডিজের ওবেদ ম্যাকয় ও আলজারি জোসেফ ২টি করে এবং আকিল হোসেন ১টি উইকেট নেন।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের করে নিল ভারত।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।