ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ 

প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। ৩০৪ রানের লক্ষ্য জিম্বাবুয়ে টপকে গিয়েছিল সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়ার জোড়া সেঞ্চুরিতে।

সিরিজ বাঁচাতে আজকের (রোববার) ম্যাচে জয়ের বিকল্প নেই তামিম ইকবালদের সামনে।  

হারারের স্পোর্টস ক্লাব মাঠে এমন সমীকরণ সামনে রেখে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে ব্যাটিংয়ে নামতে হবে টাইগারদের। বাংলাদেশ সময় ১টা ১৫মিনিটে শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে ‍দুই দলের একাদশেই এসেছে বড় পরিবর্তন। চোটের কারণে মোস্তাফিজুর রহমান ও লিটন দাস নেই, এর বাইরে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন। দলে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। জিম্বাবুয়ের একাদশেও পরিবর্তন এসেছে পাঁচটি।

বাংলাদেশ সময় : ১২৫০, আগস্ট ৭, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।