ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের চুক্তি: দ্রুত সিদ্ধান্ত জানাবে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের চুক্তি: দ্রুত সিদ্ধান্ত জানাবে বিসিবি

বেটিং প্রতিষ্ঠান বেটউইনারের একটি অঙ্গ সংগঠনের সঙ্গে চুক্তি করে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এই বিষয়টি নিয়ে অবগত নয় বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

 

এই চুক্তির বিষয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে, তা শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সোমবার (৮ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘একটা ইস্যু হয়েছে এবং এটা নিয়ে আমরা তার সাথে যোগাযোগে আছি। একবার তার সাথে যোগাযোগ হয়েছে। আশা করি এই ইস্যুটা আমাদের সমাধান করা দরকার। এই সমস্যা সমাধানের জন্য আমরা তার সাথে আলাপ করছি। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। ’

বেটিং যেহেতু বাংলাদেশে নিষিদ্ধ, তাই এসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করাও অবৈধ। কিন্তু সাকিব চুক্তি করেছেন মূলত এরূপ প্রতিষ্ঠানের অঙ্গ সংগঠনের সঙ্গে। তাই চুক্তির বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেনি বিসিবি। বিষয়টি দ্রুত সমাধান করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দাবি করে জালাল ইউনুস আরও বলেন, ‘আমরা এই ধরনের বেটিং জিনিসগুলোয় জিরো টলারেন্স শো করি। এখানে তার যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এ ধরনের কোনো একটা কোম্পানির সাথে তার চুক্তি হয়েছে। আমরা তাকে জানিয়েছি, সে জানে ব্যাপারটা এবং আমরা এটা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করছি। ’

দ্রুত বিষয়টি সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জালাল ইউনুস, ‘সে (সাকিব) আমাদের খেলোয়াড় সেও বুঝবে। আর কেউতো বিতর্কিত কোথাও জড়াতে চায় না। জেনে হোক অজান্তে হোক কিংবা ভুলে; আমরা তাকে বলেছি...এটা সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমাধান করে ফেলবো। ’

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।