ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বুমরাহকে ছাড়া ভারতের এশিয়া কাপ স্কোয়াড 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২২
বুমরাহকে ছাড়া ভারতের এশিয়া কাপ স্কোয়াড 

আসন্ন এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। যেখানে ইনজুরির কারণে নেই পেসার জসপ্রিত বুমরাহ।

তবে আছেন ভিরাট কোহলি। বিশ্রাম কাটিয়ে এশিয়া কাপ দিয়েই ক্রিকেটে ফিরছেন তিনি।  

ভারতের স্কোয়াডে ইনজুরি খবর আছে আরও। এই কারণে থাকছেন না আরেক পেসার হার্শাল প্যাটেলও। দুজনই রিহ্যাবে আছেন ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে।

অধিনায়ক রোহিত শর্মার সহকারী হিসেবে আছেন লোকেশ রাহুল। দীর্ঘদিন ইনজুরিতে থাকা এই ব্যাটার এশিয়া কাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন।  

ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋশভ পন্থ, হার্দিক পান্ডিয়ারা আছেন অনুমিতভাবেই। বিকল্প উইকেটরক্ষক হিসাবে আছেন দীনেশ কার্তিকও। স্ট্যান্ডবাই হিসাবে আছেন শ্রেয়াস আইয়ার, আক্সার প্যাটেল, দীপক চাহাররা।  

এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), ভিরাট কোহলি, সুরিয়াকুমার যাদব, দিপক হুদা, রিশাব পান্ট (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণয়, ভুবনেশ্বর কুমার, আর্শদ্বীপ সিং ও আবেশ খান।

স্ট্যান্ডবাই- শ্রেয়াস আয়ার, আক্সার প্যাটেল ও দীপক চাহার।

বাংলাদেশ সময় : ১০৪৫, আগস্ট ৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।